সখীপুরে প্রধানমন্ত্রীর দেয়া ২০হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন সম্পর্কিত মতবিনিময় সভা
এস এম ফারুক আহমেদ,
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের সখীপুরে প্রধানমন্ত্রী ঘোষিত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ খাতে ২০হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা হলরুমে সখীপুর ন্যাশনাল ব্যাংক এ মতবিনিময় সভার আয়োজন করে। টাঙ্গাইল জেলা ন্যাশনাল ব্যাংকের ব্যবস্হাপক খন্দকার মাহবুবুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক মোহাম্মদ তানভীর আলী ফকির।
এসময় আরো বক্তব্য উপস্থাপন করেন সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরউদ্দিন আহমেদ, সখীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সখীপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বড়চওনা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি নূরুল ইসলাম তালুকদার, উদ্যোক্তা তৌহিদুল ইসলাম, সফিকুল ইসলাম, নারী উদ্যোক্তা রীতা আক্তার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.