লিপন খান, কিশোরগন্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে ২ কোটি টাকার ভূয়া পে-অর্ডারের মাধ্যেমে সিমেন্ট ক্রয় করতে গিয়ে ভৈরবের চন্ডিবেড় গ্রামের কামাল সরকারের বাড়ীর আমিনুল ইসলামের ছেলে মোঃ শামিম (৫৫) এবং ভৈরব পিডিবির মিটার রিডার কুমিল্লার মতলব থানার সানকিভাঙ্গা গ্রামের হাজী খলিলুর রহমানের ছেলে মাসুদ রানা কে আটক করে পুলিশের হাতে তুলে দেন আল আরাফা ইসলামী ব্যাংক শাখার কতৃপক্ষ।
ঘটনাটি গতকাল দুপুর ২টায় ভৈরব বাজার কলাপট্রির আল আরাফা শাখায় সংগঠিত হয়। এইব্যাপারে ব্যাংকের নির্বাহী কর্মকর্তা আল-মনসুর বাদী হয়ে ৩ প্রতারক কে আসামী করে ভৈরব থানায় একটি প্রতারনার মামলা দায়ের করেন। এই মামলায় ২ জন কে গ্রেফতার দেখিয়ে আসামীদের আজ দুপুরের জেল হাজতে পাঠায় পুলিশ।
জানা যায় গতকাল দুপুরে ঢাকার দিলকুশা শাখা থেকে ইশু করা ব্রার্ক ইঞ্জিনিয়ারিং এন্ড কান্সট্রাকশন লিমিটেটের নাম দিয়ে ২ কোটি টাকা মূল্যের দুটি ভূয়া পে-অর্ডারের মাধ্যেমে জেআই ইমপেক্ট লিমিটেট কোম্পানির মালিক দুলাল শাখার নিকট ৪৭ হাজার বস্তা সিমেন্ট ক্রয় করতে আসেন ৩ প্রতারক। মালিক প্রে -অর্ডার দুটি যাচাই করতে আল-আরাফা ব্যাংকে পাঠালে ধরা পড়ে পে-অর্ডার দুটি ভূয়া (জাল) পরে সিমেন্ট মালিক ৩ জনের মধ্যে দুই জন কে আটক করে সক্ষম হয় এক জন পালিয়ে যায়। পরে তাদের ব্যাংক নিয়ে যান সিমেন্ট মালিক। পরে ব্যাংক কতৃপক্ষ রাতে ৩ জনের নামে মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করেন।
ভৈরব শহর পুিলিশ ফাাঁড়ির পরিদর্শক শ্যামল মিয়া জানান, ভুয়া পে-অর্ডারের মাধমে সিমেন্ট ক্রয় করতে এসে ২ প্রদারক আটক হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার অফিসার ইচার্জের নির্দেশক্রমে আমি তাদের গ্রেফতার করি । মামলাটি আমি নিজে তদন্ত করছি। আটককৃত দুজনকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.