জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :
গ্রীসের এথেন্সে বিশেষ অভিযান পরিচালনা করছে গ্রীস পুলিশ৷ এতে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেক বাংলাদেশি৷ সেখানে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ তাদের৷
এমন অবস্থায় অনেকে ভয়ে ঘরে বন্দি জীবনযাপন করছেন৷ অনেক ক্ষেত্রে পুলিশ তাদের থাকার জায়গাগুলোতেও হানা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ পুলিশের ভয়ে অনেকে কাজকর্মে যেতে পারছে না। এবং বিভিন্ন মেসে বিশেষ অভিযান চালিয়ে অনেকেই গ্রেফতার করে নিয়ে যাচ্ছে।
তবে বিশেষ অভিযানের জন্য গ্ৰিসের বৃহত্তর দুটি বিভাগে বিশেষ পুলিশ নিয়োগ দিয়েছে । তবে কি কারণে এ বিশেষ গ্রেফতার অভিযান সরকারের পক্ষ থেকে তা কোনো ব্যাখ্যা করেনি।
বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছে নথিভুক্ত’ হনি এমন অভিবাসনপ্রত্যাশীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার কোনো তথ্য তারা পাননি৷ ১৯ শে মার্চ রাজধানীর এথেন্সে বিভিন্ন রাজনৈতিক দল এনজিও সামাজিক সংগঠন ও বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল অভিবাসীদের হয়রানি গ্রেফতার বন্ধের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে তারা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.