মোঃ রায়হান জোমাদ্দার, স্টাফ রিপোর্টার:
ঝালকাঠির নলছিটিতে সরমহল থেকে নাচনমহল পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন।
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ ২০২২ ইংরেজি ) সকাল ৯:৩০ মিনিট কামদেবপুর মাদ্রাসা সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ২ নং ওয়াডের মেম্বার আব্দুল রব তার বক্তব্যে রাস্তা দুর্দশাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সরমহল থেকে নাচলমহল পযন্ত রাস্তাটি একমাত্র সড়কটি সংস্কার না করায় শহর থেকে এই এলাকার মানুষ প্রায় বিচ্ছিন্ন। যাতায়াত, স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা, ছাএ,ছাএীদের ও রোগী পরিবহনে ভীষণ সমস্যা তৈরি হয়েছে। এতে সাধারণ যাত্রীদেরকে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে।দ্রুত একমাএ সরকটি সংস্কার করার দাবি জানান।
এলাকায় রাস্তা দিয়ে হাটা যায় না।শুধু ধূলি বালি ছাড়া আর কিছুই নেই।দেখার কেউ নেই।নীরবে কান্না করে যাচ্ছে মানুষ।
সরমহল থেকে নাচনমহল ,এই রাস্তায় ধূলি বালি কারনে সাধারন মানুষ ও আশেপাশের বাড়ি ঘর ও দোকান পাট ক্ষতিগ্রস্ত হচ্ছে,গাড়ি চলাচলে ভোগান্তি শেষ নেই। ধূলি বালির কারনে ঘরের বাহিরে যাওয়া অনেক কষ্টের। পরিবেশ দূষিত হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
তাই উর্ধ্বতন কৃতপক্ষের নিকট বিশেষ অনুরোধ এলাকাবাসীর ঠিকাদার যাতে করে অতি তাড়াতাড়ি কাজটি শুরু করে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.