গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের রাণীগ্রাম এলাকার মো. স্বাধীন ফকির (১৮) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
বুধবার ২৩ মার্চ দিবাগত রাত আনুমানিক ৯ টার দিকে ঐ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও অভিযোগের সুত্রে জানাজায়, নিহত স্বাধীন ফকির (১৮) রাণীগ্রাম মো. শাহজাহান মোল্লার ছেলে। স্বাধীন ফকির এইসএসসি পরিক্ষার্থী ছিল। একই এলাকার একটি মেয়ের সাথে নিহত স্বাধীন ফকিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটিকে বিয়ে করা ও স্মার্ট ফোনের দাবি করে তার পরিবারের কাছে। এসময় তার আশানুরূপ দাবি পুরন না করায় অভিমানে বুধবার রাতে বিষ পান করে স্বাধীন ফকির। বিষ পানের বিষয়টি পরিবারের লোক জানতে পেরে চিকিৎসার জন্য গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
পরবর্তীতে নিহত স্বাধীন ফকিরের চিকিৎসার অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে স্বাধীন ফকিরের মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মতিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.