তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যাতিরেকে কমিটির অন্যান্য সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে তাহিরপুর পুর্ব বাজারে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে "বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক " আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা থেকে শত শত নেতা কর্মীরা সভাপতি সম্পাদকে বয়কট করে নতুন কমিটি দেওয়ার দাবি করেন।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জি শামীম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা,আওয়ামীলীগ সদস্য রফিকুল ইসলাম, সেলিম আখঞ্জী, আজিজুল হক, মিজানুর রহমান, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক মতিউর রহমান মতি, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন বিপক,মৎস্যজীবি লীগের সভাপতি আলম জিলানী সোহেল, সাধারণ সম্পাদক চন্দন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা,বীর মুক্তিযোদ্ধা সন্তান ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমদাদ নুর,তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সাবেক
সভাপতি আহছানুজ্জামান শোভন, সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
সভায় বক্তারা, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর বিরুদ্ধে দলীয় বিভিন্ন সাংগঠনিক অভিযোগ তোলে আগামী ২৫ মে সম্মেলনে তাদের ২ জনকে বাদ দিয়ে যোগ্য ও কর্মী বান্ধব নেতাদের দিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.