নাটোর সংবাদদাতা, মো:বিপ্লব তালুকদার :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্য একটি দিন। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার অঙ্গীকার নিয়ে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এরই ধারাবাহিকতায় লালপুর উপজেলার প্রেসক্লাব যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির বিরুদ্ধে পাকিস্তান দখলদার বাহিনীর হত্যাযজ্ঞের পর গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩০ লাখ মানুষের প্রাণ এবং দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লালপুর উপজেলার প্রেসক্লাব সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। লালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ২৬ মার্চ প্রথম প্রহরে এই শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলার প্রেসক্লাবের সভাপতি এম এ আবু রায়হান,
সিনিয়র সহঃ সভাপতি আব্দুর রশিদ মাস্টার, সহ-সভাপতি সালাউদ্দিন , যুগ্ম সাধারণ আব্দুল আল মামুন, , ফজলুর রহমান পলাশ , দপ্তর সম্পাদক- জামিল হোসেন, সদস্য ফারহানুর রহমান রবিন ,শরিফুল ইসলাম শিমুল , মাহাবুর রহমান প্রমুখ
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.