স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৬ শে মার্চ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এর সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভার শুরুতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্বরনে এক মিনিট নিরবতা পালন ও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তী উপলক্ষে চিলড্রেন পার্ক স্কুলের ৫০জন শিক্ষার্থীর হাতে ৫০ টি পতাকা নিয়ে কুচকাওয়াজ ও সংগীত পরিবেশন করে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রবীর রায়ের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব গালিব মাহমুদ পাশা,মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভূমিদাতা ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন,অফিসার ইনচার্জ জনাব আননূর যায়েদ,,বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়,চালনা পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়,বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন,উপজেলা স্ব বীর মুক্তিযোদ্ধা মুহিত চন্দ্র রায়,দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক,উপজেলার সকল দপ্তর প্রধান,সুশীল সমাজ ও দাকোপ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.