রামবসাক, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জর শাহজাদপুরে ১ মাসের খাবার পেলো ১৬ অসহায় পরিবার। বুধবার (৩০ মার্চ) দুপুরে সমাজকর্মী মামুন বিশ্বাস ফেসবুক পোস্টের মাধ্যমে সংগ্রহ করা অর্থে অসহায় ওই পরিবারগুলোকে এই খাদ্য সহয়তা তুলে দেন। রমজানের আগে এমন সহায়তা পেয়ে খুশি পরিবারগুলো।
গত সপ্তাহে ‘পবিত্র রমজানের ঈদে অসহায়, প্রতিবন্ধী মানুষগুলোর মাঝে ঈদ বাজার তুলে দিতে চাই’— এমন মানবিক পোস্ট ফেসবুকে দেন এই সমাজকর্মী। এমন পোস্টে সাহায্যের হাত বাড়িয়ে দেন কানাডা প্রবাসী জাকিরসহ তার বন্ধুরা। সেই অর্থ দিয়ে ১৬ পরিবারে খাদ্য সহায়তায় দেওয়া হয়।
খাদ্য সহায়তায় মধ্যে ছিল ৩০ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি খেজুর, ২ কেজি মুড়ি, ২ কেজি পেঁয়াজ, ৫ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ পিছ সাবান ও গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ। এছাড়াও তাদের যাতায়াতের খরচও দেওয়া হয়। এতে একেকজনকে মোট ২৯৬০ টাকার খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
উপহার পাওয়া অন্ধ ঠাণ্ডু বলেন, ‘কয়েকদিন পরেই রমজান শুরু হবে। চাল, ডালসহ সব জিনিসের যে হারে দাম বাড়ছে, তাতে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলাম। এখন এগুলো পেয়ে চিন্তামুক্ত হলাম।
হাজেরা বেগম নামের এক নারী বলেন, ‘আমার স্বামী নেই। খুব কষ্টে দিন চলে আমার। আমাদের মামুন ভাই রমজানের বাজার করে দিয়েছে এবং আমাদের কথা চিন্তা করে খাদ্যসামগ্রী দিয়েছে। এমন মানবিকতায় সাহায্য পেয়ে আমরা খুব খুশি।’
সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। আবার বেশ কিছুদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। এসব কথা ভেবে সিরাজগঞ্জের ছেলে কানাডা প্রবাসী জাকির হোসেন ও তার বন্ধুরা মিলে অসহায় মানুষদের জন্য ৫০ হাজার টাকা পাঠায়। প্রবাসী ভাইদের সেই টাকায় উপজেলার অন্ধ, প্রতিবন্ধী ও বয়স্ক ১৬ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। আগামীতেও জেলার অসহায় পরিবারের মাঝে এমন করে খাদ্য সামগ্রী হওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.