এস.এম.বিপু রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্র মামলায় গোপাল চন্দ্র সূত্রধর (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা যুগ্ম দায়রা জজ প্রথম আদালতের বিচারক তানবীর আহমেদ এ রায় দেন। দন্ডপ্রাপ্ত গোপাল বেলকুচি উপজেলার দৌলতপুর মিস্ত্রিপাড়া গ্রামের মৃত হরিপদ সূত্রধরের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গোপাল চন্দ্র সূত্রধর দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করে সিরাজগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের ২৮ আগস্ট সকালে বেলকুচির চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গোপালকে দেশীয় তৈরি সাতটি পাইপগানসহ আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার এ রায় দেন আদালত।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.