মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের আয়োজনে বুধবার সকাল ১১টায় নীলফামারী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে রোটারি গ্লোবাল গ্রান্টের প্রজেক্ট উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীদ মাহমুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমেদ আহসান হাবিব। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর, শিক্ষাবিদ ও বিশিষ্ট কলামিস্ট মাছুম বিল্লাহ।
ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ভাব বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ও রোটারী গ্লোবাল গ্রান্ট প্রজেক্টের কর্মসূচি তুলে ধরেন।
এই অনুষ্ঠানে রোটারী গ্লোবাল গ্রাণ্ড প্রজেক্টের আওতাভুক্ত স্কুল কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী দৌলত হোসেন, ভাব প্রকল্পভুক্ত পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উত্তম কুমার রায়, পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, ককই বড়গাছা পিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি রায়, দারুলহুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুদ্দোজা- সহ অভিভাবক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.