মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধি:
অবৈধভাবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপি'র গোয়াবাড়ি এলাকা হতে পাথর উত্তোলন করছে একটি প্রভাবশালী পাথর খেকু চক্র। অবশেষে উপজেলা প্রশাসন অভিযানে পরিচালনা করে। এসময় উত্তোলিত পাথর জব্দ করা হয়। পরে নিলামে ১ লক্ষ ৪১ হাজার টাকায় বিক্রয় করা হয়।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ৩০ মার্চ বুধবার দুপুর ০১:০০ ঘটিকায় উপজেলার গোয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী। এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক দিদার সহ পুলিশের একটি টিম। অভিযান পরিচালনা কালে গোয়াবাড়ি এলাকা হতে প্রচুর পাথর জব্দ করা হয়। দুপুর ০২:০০ ঘটিকায় জব্দকৃত পাথর প্রকাশ্যে নিলামে ১ লক্ষ ৪১ হাজার টাকায় বিক্রয় করা হয়। সেই সাথে নিলামে ক্রেতা পাথর ব্যবসায়ী আবুলকে সকাল ০৮:০০ ঘটিকা হতে বিকাল ০৬:০০ ঘটিকার মধ্যে নিলামের পাথর নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে বেশ কিছু পাথর জব্দ করা হয়। এখন হতে নিয়মিত গোয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হবে। জব্দকৃত পাথর নিলামে বিক্রয় করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.