হাবিবুর রহমান হাবিব, দামুড়হুদা উপজেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের মাঝপাড়া জামে মসজিদের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের খাজের আলির ছেলে সামসুল (৫০) মৃত দিদার আলির ছেলে সুলতান (৬০) এর বিরুদ্ধে। বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদের বিল্ডিং নির্মান কাজ। জমির বিরোধ নিস্পতিতে উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা সহকারী কমিশনার ভুমি সদর ইউনিয়ন চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের।
মজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারন সম্পাদক হোসেন আলি সহ প্রায় ৩শ’গ্রামবাসীর স্বাক্ষরিত লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে,মুক্তারপুর মাঝের পাড়া জামে মসজিদের বিল্ডিংএর নির্মান কাজ শুরু করা হয়। এরপর বিবাদিগন উক্ত মসজিদের মধ্যে তাদের কিছু জমি আছে বলে দাবী করে মসজিদের বিল্ডিং এর নির্মান কাজ বন্ধ করাসহ উক্ত জমি দখলের পায়তারা করছে। একই ভাবে সুলতান আলি জোরপূর্বক মসজিদের জমি দখল করে বসত ঘর নির্মান করেছে। ঘর নির্মানের সময় মসজিদ কমিটির পক্ষ থেকে জমি মাপজোপ করে ঘর নির্মান করতে বললে তাতে কর্নপাত না করে গায়ের জোরে ঘর নির্মান করেছে। এছাড়া ও মসজিদের সামনের ফঁাকা জায়গায় দোকান ঘর নির্মানের পায়তারা করছে ও মসজিদ কমিটির সদস্য দের হুমকি ধমকি দেয়। মসজিদ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে।
বিষয়টি সমাধানের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিনার ভুমি, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.