ইয়াছিন মোল্লা, সোনারগাঁও প্রতিনিধি :
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯ টায় অত্র কলেজ প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন।
উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও বর্মতমান উপদেষ্টা মোঃ রাফসান, উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, উপদেষ্টা মোঃ আরমান মোল্লা সহ উপদেষ্টা শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ সহ অত্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উক্ত সংগঠনের সভাপতি সাগর সরদার বলেন, গত দুই বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি। গত কর্মসূচিতে আমরা প্রায় দুইশত মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছি। এবারে আমাদের প্রত্যাশা আরো বেশি। বাংলাদেশে প্রতি বছর অনেকে রক্ত না পেয়ে মারা যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে কেউ যাতে রক্ত না পেয়ে মারা না যায়। এছাড়াও, আমরা বিভিন্ন জাতীয় দিবসে মানুষের কল্যানার্থে সচেতনতা মূলক বিভিন্ন সেমিনার করে থাকি।
উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন বলেন, ‘যে রক্ত দিতে পারে তার আনুগত্য বা বিশ্বাস নিয়ে কোন প্রশ্ন করা যায় না। রক্তদান খুব কঠিনতম একটা কাজ। যে কখনও রক্তদান করেনি সে এটা উপলব্ধি করতে পারবে না। তোমরা নিঃসন্দেহে একটা ভালো কাজ করছো। আর রক্তদানের মাধ্যমে মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। আর এই ভালো সম্পর্কটা তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে।’
উল্লেখ্য, রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি আগত ব্যক্তিদের বিভিন্ন পরামর্শ সহ উচ্চতা অনুসারে কার ওজন কতটুকু হওয়া উচিত তা-ও জানিয়ে দিচ্ছেন সংগঠনটির কর্মীরা। একইসঙ্গে রক্ত দেয়ার প্রয়োজনীয়তা সম্পর্কেও সবাইকে সচেতন করছেন তারা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.