মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও লাঞ্ছিত করার ঘটনায় নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে রাজাকার শওকত আলীর পুত্র তোফায়েল আহমেদকে অব্যাহতি প্রদানের ঘোষণাকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ডোমার উপজেলা আওয়ামী লীগ।
আজ শুক্রবার (১লা এপ্রিল) বিকাল ৩টায় ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।
বক্তব্যে জানানো হয়, নীলফামারী জেলা আওয়ামী লীগের ডাকে গত ৩১শে মার্চ জেলার ৬টি উপজেলার প্রতিনিধিদের নিয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী সহ সকল মুক্তিযোদ্ধাদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের অপমান সহ লাঞ্ছিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়।
আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পরিপ্রেক্ষিতে নীলফামারী জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক বিশেষ বর্ধিত সভায় আনুমানিক রাত সোয়া ১২টায় ডোমার উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ কে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন,ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মনছুর আলী, সহ-সভাপতি মো. মঞ্জুরুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. জসিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান বজু, ডোমার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুল হক রবি, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুজ্জামান রুবেল, গণেশ কুমার আগরওয়ালা, পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন রকি, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. জাবেদুল ইসলাম সানবীম, পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. আবু সাঈদ, যুগ্ম-আহ্বায়ক এবাদত হোসেন চঞ্চল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. আল-আমিন রহমান, বীর মুক্তিযোদ্ধার সন্তান আসাদুজ্জামান চয়ন, মো. হুমায়ুন কবির রাকিব, তাজিমুল ইসলাম শিমু, পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায় প্রমূখ।
উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিপত্রে প্রকাশিত ২০১৯ সালের ১৫ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের বাবা শওকত আলী (১০২৫), দাদা চাটি মামুদ (১০৬১) এবং নানা ছমির উদ্দিন (১০২৪) তাদের ৩ জনের নাম রাজাকারের তালিকায় প্রকাশিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.