মোঃ মজিবর রহমান শেখ:
হিন্দু ধর্মের মতে বরুণের কন্যা বারুনী। বরুণের পূজা বা গঙ্গাপূজা-সংক্রান্ত উৎসবকে বারুনী পূজা বা বারুনী উৎসব বলা হয়। প্রতি বছর চৈত্র মাসে বারুনী তিথিতে এ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়।
সে অনুসারে ঠাকুরগাঁও জেলায় সেনুয়া নদীর তীরে গত ৩০ মার্চ থেকে ১ এপ্রিল এই তিন দিন ব্যাপী বারুনী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় হাজারও হিন্দু ধর্মালম্বী মানুষজন অংশ নেন। তারা সেনুয়া নদীতে গোসল মাধ্যমে বারুনী উৎসব পালন করে। পৌর শহরের শ্মশান কালী মন্দিরের পেছনের সেনুয়া নদীর তীরে “গঙ্গা মায়ের মন্দির” প্রাঙ্গনে এ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় অনেকেই বিভিন্ন দোকানপাঠ বসিয়েছেন। পাশের নদীতে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলকে পূজা, আর্চনা, অর্পন করতে দেখা যায়। এর মাধ্যমে পরিবারের পিতা-মাতাসহ যারা পরলোকগমন করেছেন তাদের জন্য মঙ্গল কামনা করা হয় বলে জানান আর্চনাকারীগণ।
বারুনী উৎসবের পরিচালক বিজয় কুমার রায় বলেন, হিন্দু ধর্মের প্রথা অনুসারে বারুনী তিথিতে গঙ্গা সিনান উৎসব অনুষ্ঠিত হয়। কথিত আছে এ তিথিতে গঙ্গা সিনান করে এক মনে ইশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থণা করলে ইশ্বর সব পাপ ক্ষমা করে দেয় এবং সে ইশ্বরের অপার কৃপা লাভ করে। প্রতিটি বাড়িতে একটা উৎসবের আমেজ বিরাজ করে। বারুনী উপলক্ষে প্রতিটি ঘরে শুরু হয় আত্মীয়-স্বজনদের আনাগোনা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.