জাহাঙ্গীর আলম খান, সিঃষ্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া দৌলতপুরের রবিন আহমেদ নামের এক ব্যক্তির রকেট একাউন্ট হ্যাকিং করে ৩৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল একটি প্রতারকচক্র সেই চক্রকে চিহ্নিত করণ ও গ্রেপ্তারের উদ্দেশ্যে মাঠে নামে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। এই ইউনিট প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার করে গত ৩১ মার্চ রাতভর অভিযান পরিচালনা করে অজ্ঞাত নামা আসামিদের সনাক্তকরণ করে মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে তিন জন আসামিকে গ্রেপ্তার করেন এই অভিযানীক দল।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭ টি মোবাইল ফোন,২২ টি মোবাইলের সিম কার্ড, একটি নেট সংযোগ অত্যাধুনিক ডিভাইস ও ১১৫৫০ টাকা জব্দ করেন এই অভিযানকারী দলটি। কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ সকাল ১১ টায় এই সকল তথ্য প্রদান করেন।।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.