প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৮:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৩:২৯ এ.এম
ঘোড়াঘাটে আদিবাসি উন্নয়ন সংস্থার নতুন কমিটির শপথ

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট আদিবাসি উন্নয়ন সংস্থার নব নির্বাচিত সভাপতি লুইস মুরমু,সাধারন সম্পাদক মাইকেল হেমরম ও কোষাধ্যক্ষ মাইকেল মার্ডিসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে নির্বাচন কমিশন আদিবাসী উন্নয়ন সংস্থার আয়োজনে নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১১ সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা মাইকেল টুডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন,ঘোড়াঘাট থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম, সিংড়া ইউনিয়ন চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন ও ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান। আরও উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা সহকারি নির্বাচন কমিশনার অনীল মার্ডী, আলোইশিউস হাঁসদাসহ অনেকে। শপথ গ্রহণ শেষে উপজেলা পরিষদ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে একটি আনন্দ র্যালি বের হয়। পরে আনন্দ র্যালিটি আদিবাসী উন্নয়ন সংস্থার কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, নির্বাচনের দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কমিশনার মিখাইল মার্ডি।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd
এই সাইটটির সকল স্বত্ত্ব জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সংরক্ষিত পরিমার্জিত ও পরিবর্ধিত।