স্টাফ রিপোর্টার:
সাংবাদিকদের ঐতিহ্যবাহি সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত নেতৃবৃন্দদের বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ শনিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নে নবনির্বাচিত নেতৃবৃন্দদের বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানায়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সিনিয়র সহসভাপতি এম এ কুদ্দুস, সহসভাপতি মানিক লাল ঘোষ, সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান, আইন সম্পাদক সাঈফ আলীসহ নির্বাহী সদস্য পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন, সহসভাপতি নির্মল কুমার বর্মন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন এম তাওহীদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ মুন্সি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, আইন সম্পাদক বেলাল আহমেদ, নারী বিষয়ক সম্পাদক রহিমা বেগম, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক রাসেল হোসাইন, কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম সানি, সদস্য হৃদয় বৈরাগী, বাপ্পি প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল আমিন এম তাওহীদ বলেন, সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা যেকোন সময়ে ডাক দিলে বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন সংগঠনকে পাশে পাবে। অধিকার আদায়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের ডাকে একতা পোষণ করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.