মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় ৪০তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২১-২২ এর উদ্বোধন করা হয়। ২ এপ্রিল শনিবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, খেলা পরিচালনাকারী আ্যাম্পায়ার সোহরাব হোসেন, মাহাবুব আলম মনু, মানস রায় প্রমুখ। উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ জেলা টিম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ঝিনাইদহ টিমকে ব্যাটিংয়ে পাঠায়। প্রতিযোগিতায় ১ম রাউন্ডের ঠাকুরগাঁও ভেন্যুতে মোট ৪টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো গোপালগঞ্জ জেলা টিম, ঝিনাইদহ জেলা টিম, মাগুড়া জেলা টিম ও চাপাইনবাবগঞ্জ জেলা টিম। এর আগে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উদ্বোধনীর ২টিমের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.