মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ সময় বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
১ এপ্রিল শুক্রবার বিকেলে শহরের গোবিন্দনগরস্থ সংস্থার প্রধান কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইএসডিও’র আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামাজিক, রাজনৈতিক, সাংষ্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনকে নিয়ে কেক কাটা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইএসডিও’র নিবার্হী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ও পরিচালক (প্রশাসন) সেলিমা আখতারকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তর, প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ উপলক্ষে আলোচনা সভায় সংস্থার নির্বাহী পরিষদের চেয়ারম্যান রোকেয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আতাউর রহমান, গেস্ট অব অনার ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পঞ্চগড় জেলা ও দায়রা জজ মো. শরিফ হায়দার, যুগ্ম জেলা ও দায়রা জজ মার্জিয়া খাতুন, পঞ্চগড় জেলা ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন, কেয়ার বাংলাদেশের রিজিওনাল কো-অর্ডিনেটর মুক্তি মজুমদার প্রমুখ।
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৭ লক্ষ ৩২ হাজার টাকার বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করেন ইএসডিও’র নিবার্হী পরিচালক ড. মুহম্মদ শহীদ জামান ও পরিচালক প্রশাসক সেলিমা আখতার ও আমন্ত্রিত অতিথিরা। একই সাথে জেলার ৭জন প্রতিবন্ধীর ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.