হাসান আহমেদ, বরিশাল ব্যুরো চিফঃ
"হোমিওপ্যাথিক ছাত্র ও চিকিৎসক উন্নয়ন সংগঠন " নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
সমাজে হোমিওপ্যাথিক ছাত্র -ছাত্রী ও চিকিৎসকদের মধ্যে ঐক্য গড়ে তোলা সহ হোমিওপ্যাথিক শিক্ষার্থী ও চিকিৎসকদের মানোন্নয়ন সহ একে অন্যের প্রতি আস্হা প্রতিষ্ঠা এবং হোমিওপ্যাথির জন্য কল্যানকর হয় এমন কাজ করার লক্ষ্যে " হোমিওপ্যাথিক ছাত্র ও চিকিৎসক উন্নয়ন সংগঠনের কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটি ০১-০৪-২০২২ ইং তারিখ রোজ শুক্রবার রাত ১০ টায় গুগল মিটের মাধ্যমে ভার্চুয়াল সভায় আব্দুর রহমানকে সভাপতি ও মোঃ সাইফুল ইসলাম সাইফকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
ভার্চুয়াল সভায় সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ও ভাইস প্রেসিডেন্ট, হোমিওপ্যাথিক কল্যান সোসাইটি
প্রধান অতিথী হিসেবে উপস্হিত থেকে জনাব ডাঃ মোঃ আশরাফুল হক এ কমিটি ঘোষনা করেন।
উক্ত ভার্চুয়াল সভায় বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন, ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ তপন বাড়ৈ, ডাঃ গোলাম রাব্বানী রাসেল, মোঃ রাইসুল ইসমাইল খান, ডাঃ রমজান আলী প্রামানিক,ডাঃ মোতালিব হোসাইন জাহিদ, ডাঃ মোঃ জুয়েল রানা, ডাঃ বিলকিস আক্তার শিউলি ও ডাঃ শংকর দত্ত গুপ্ত সহ প্রমুখ।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলোঃ
১/হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ডাক্তারদের চিকিৎসা প্রদানে হয়রানি বন্ধের ব্যপারে ঐক্যবদ্ধভাবে কথা বলা।
২/দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সাংগঠনিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
৩/ হোমিওপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে জনগনকে সঠিক ধারনা দিতে তৃনমূল পর্যায়ে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা।
৪/হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্যাথলজী রিপোর্ট বিষয়ক হাতে কলমে শিক্ষাদান।
৫/ডিএইচ এম এস কোর্স সহ হোমিওপ্যাথিক একাডেমিক সনদের মান বৃদ্ধি ও সংরক্ষনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা সহ হোমিওপ্যাথিক উন্নয়নে কাজ করা।
এছাড়াও সংগঠনের ভিত্তিকে মজবুত করার জন্য কিছুদিনের মধ্যেই দেশের স্বনামধন্য হোমিওপ্যাথিক ডাক্তারদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.