মো.ফয়সাল আহমেদ (ফাহিম),ডিআইইউ প্রতিনিধিঃ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন আগামী ৬ এপ্রিল রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) ও সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করবেন ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী,উপাচার্য অধ্যাপক ড.সাইফুল ইসলাম ও উপ-উপাচার্য ড.গনেশ চন্দ্র সাহা সহ প্রমুখ।
সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের ডিগ্রি ও চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড প্রদান করবেন শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি। এর পর ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড, ডীন’স অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.