এস এম ফারুক আহমেদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের পোড়াবাসা গ্রামের শামীম মিয়া (২৫)। পেশায় একজন ভ্যানচালক। ভ্যানচালিয়ে স্ত্রী ও সন্তান নিয়ে চলে জীবন জীবিকা। কয়েক মাস আগে শামিম স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে ২টি ছাগল কিনে দেয় স্ত্রী ইমা আক্তারকে। সেখান থেকে একটি ছাগল বাচ্চা দেয় এবং অন্য একটি ছাগল ৪ মাসের গর্ভবতী। ছাগলের সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাদের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন শনিবার রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাদের শেষ সম্ভল তিনটি ছাগল আগুনে পুড়ে গেছে। এখন দিশেহারা হয়ে পড়েছেন অসহায় পরিবারটি।
স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৭ টার দিকে ছাগলের ঘরে আগুন লাগে। পরে স্থানীয় ভাবে ২ ঘণ্টা চেষ্টা চালানোর পরে আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু এর আগেই ঘরে থাকা প্রায় ২০-২৫ হাজার টাকা মূল্যের ৩টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় মসজিদ কমিটির সভাপতি শাহজাহান সিকদার বলেন, শামীমের পরিবারটি একদমই অসহায়। ভ্যানচালিয়ে সে জীবিকা নির্বাহ করে। তার ১ বছরের একটি ছেলে আছে। কয়েকমাস আগে একটি এনজিও থেকে টাকা ঋণ তুলে ছাগল কিনেছিলেন শামীম। সেই ছাগলগুলো আগুনে পুড়ে গেলো। এতে ওই পরিবারটি চরম অসহায় হয়ে পড়লো।
শামীমের স্ত্রী ইমা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, গরিবরে কি আল্লায় দেখে না? কেনো এমন হলো?আমার সাথে তো কারো কোন শত্রুতা নেই। কিন্তু তার পরেও কিভাবে আগুন ধরলো? ছাগলগুলোই যে আমার শেষ সম্বল ছিলো। আমি এখন কি করবো?
স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কিছু করা যায় কিনা দেখব ।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, বিষয়টি জানা নেই। এ ব্যাপারে আবেদন করলে তাকে সহযোগিতা করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.