মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা :
সাতক্ষীরার ভোমরায় ফলের গাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ থ্রি পিস এবং ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে বিশেষ গোয়েন্দা সংস্থার দেওয়া গোপন সংবাদে বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ এসব মালমাল উদ্ধার করে।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, সোমবার ভোমরা বন্দরের মেসার্স রফি এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের একটি চালান কমলা লেবু নিয়ে বন্দরে প্রবেশ করে। বিশেষ গোয়েন্দা সংস্থার কাছে থাকা তথ্যে বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ ওই গাড়িটিকে চ্যালেঞ্জ করে। পরে ওই কমলা লেবুর ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ১০২৯টি কার্টুন উদ্ধার করে। কার্টুনগুলোর মধ্যে ৯১টি কার্টুনে ভারতীয় থ্রি পিস এবং ইমিটেশনে গহনা ছিল। এর মধ্যে ১০৫৩টি ভারতীয় উচ্চ মূল্যের থ্রি পিস রয়েছে। যার আনুমানিক মূল্য ৫৫ লক্ষ টাকা। মালামালের দাম সঠিক নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
ভোমরা কাস্টমস সুপার আবুল কালাম আজাদ বলেন, বিশেষ গোয়েন্দা শাখার তথ্যে রফি এন্টারপ্রাইজের ফলের গাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়েছে । বিভাগীয় কমিশনার এসে এবিষয়ে সিদ্ধান্ত নেবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.