এস.এম.বিপু রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যানজট মুক্ত মহাসড়ক নিশ্চিত করার লক্ষ্যে বাস ও ট্রাক মালিক সমিতি, মহাসড়ক সংলগ্ন হোটেল প্রতিনিধি শ্রমিক ইউনিয়ন ও কমিউনিটি পুলিশ সদস্যদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হাজী ইমান আলী কমপ্লেক্স হল রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুর রহমান ও এএসপি হরেশ্বর রায়।
প্রধান অতিথির বক্তব্যে এসপি শাহাবুদ্দীন মুনশী বলেন, এবারের ঈদুল ফিতরে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফিরতে মহাসড়কে হাইওয়ে পুলিশ বিশেষ ভূমিকা পালন করবেন। তিনি মহাসড়কের যানজটের কারণ গুলো চিহ্নিত করে পুলিশ সকলের কাছে সহযোগিতা চান।
এছাড়াও আরও বক্তব্য রাখেন টিআই এডমিন সিরাজগঞ্জ জেলা মো. সালেকুজামান খান, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, টিআই রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোসাদ্দেক আলী, সিরাজগঞ্জ বাস মালিক সমিতির রোমান আহম্মেদ, সিরাজগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ফুড ভিলেজ প্লাস হোটেলের ম্যানেজার সাগর আহম্মেদ, মায়ের আচল হোটেলে মালিক আনিসুর রহমান মিন্টুসহ অনেকে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.