সুজন আলী, রাণীশংকৈল, প্রতিনিধি ::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যেগে
উপজেলা পরিষদ চত্ত্বরে ৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
খরিপ১ /২০২২-২৩ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে পাট বীজ,রাসায়নিক সার ও আউশ ধান বীজ বিতরণ করা হয়।
সার ও বীজ বিতরণে-উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার ও উপজেলা বিএনপির নেতা আলিফসহ অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।