মোঃ মজিবর রহমান শেখ,
দেশের উত্তরের কৃষি প্রধান জেলা ঠাকুরগাঁও। দেশের মোট উৎপাদিত শস্য গম এবং বীজ গমের সিংহভাগই উৎপাদিত হয় এখানে। গমের স্বর্গরাজ্য বলে খ্যাত ঠাকুরগাঁওয়ে ২০২১- ২০২২ কৃষি বছরের গম বীজ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)র ঠাকুরগাঁও বীজ উৎপাদন কেন্দ্রের আয়োজনে “ধান, গম, ভুট্টার উন্নততর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প” এর আওতায় ৬ এপ্রিল বুধবার দুপুরে এ বীজ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বিএডিসি বীজ উৎপাদন কেন্দ্র শীবগঞ্জের উপ-পরিচালক তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন “ধান, গম, ভুট্টার উন্নততর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প” পরিচালক দেবদাস সাহা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসি ঠাকুরগাঁওয়ের বীজ প্রক্রিয়াজাতকরন কেন্দ্রের উপ-পরিচালক মোর্তজা রাশেদ ইশবাল, কট্রাক গ্রোয়ার্স ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক ফারুখ হোসেন সহ বিএডিসির কর্মকতর্দা কর্মচারী এবং কৃষকগণ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.