মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী বৃন্দ। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ধলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় সুনামের সহিত প্রতিষ্ঠানটি চলে আসছে। বর্তমান সভাপতি ইলিয়াস হোসেন মেম্বার সভাপতিত্ব নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে শিক্ষক-কর্মচারীদের কাছে থেকে জোরপূর্বক টাকা আদায় করে। অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্ত প্রথম বেতন বিল উত্তোলনের জন্য জোর করে ২লক্ষ ৫০হাজার টাকা আদায় করে বেতন বিলে স্বাক্ষর করেন।এই টাকা নেওয়ার বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই জানেন।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুসাইন আলী, তৌহিদুল ইসলাম, মমতাজ পারভীন,বাবুল হোসেন বেতন স্কেল ১৬হাজার টাকা ছিল সরকারি নিয়ম অনুযায়ী ২২হাজার টাকা বেতনে উত্তীর্ণ করার জন্য প্রত্যেকের কাছে থেকে ১৫হাজার টাকা আদায় বেতন স্কেল ফরমে স্বাক্ষর করেন। কয়েকদিন আগে নিরাপত্তা কর্মী নিয়োগে দিয়ে বৃটেন এর কাছে থেকে ৫লক্ষ টাকা,সহায়ক পদের তুহিন হোসেনকে কাছে থেকে ৪লক্ষ ৫০হাজার টাকা, আয়া পদে ফাতেমা খাতুনের কাছে থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা বর্তমান সভাপতি ইলিয়াস হোসেন মেম্বার বাণিজ্য করেছে। ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছে এই অর্থ-বাণিজ্য করেছে এবং অন্যায় ভাবে আমাদের শিক্ষকদের বিভিন্নভাবে হয়রানি নির্যাতিত করেছে। এ বিষয়ে আমরা তার প্রতিকার চাই।এ সময় অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.