মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে সিএনজি চালিত দুই অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে ইয়াছিন আলী (৪৫) নামের একজন গৃহ নির্মান শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক আব্দুল রশিদসহ দুই সিএনজির ৪ জন আহত হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে শেরপুর- নন্দীগ্রাম আঞ্চলিক সড়কে দারুগ্রাম নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইয়াছিন আলী নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রামের মৃত ইউছুব আলীর ছেলে।
জানাগেছে, ইয়াছিন আলী গৃহ নির্মান কাজের উদ্দেশ্যে নন্দীগ্রাম থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে শেরপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে দারুগ্রাম নামকস্থানে বিপরীতমুখী আরেকটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন আলী মারা যান এবং অপর চারজন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে ইয়াছিন আলীর মরদেহ বাড়িতে নিয়ে যান।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন দুর্ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ইয়াছিন আলীর মরদেহ বাড়িতে নিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.