মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ
ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও দেশের মানুষের উন্নয়নে ইতোমধ্যে বড় বড় প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করেছেন তিনি। এসব মেগা প্রকল্প গ্রহণ শুধু শেখ হাসিনার দ্বারাই সম্ভব।
ভোলার লালমোহন ও তজুমদ্দিনে নদী ভাঙনরোধে
'জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এ এক হাজার ৯৬ কোটি ৬০ লক্ষ টাকার প্রকল্প পাস হওয়ায় বুধবার সকালে ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জের নদী পাড়ের মানুষের আনন্দ র্যালি পরবর্তী আলোচনা সভায় মোবাইল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, এর আগেও নদীর ভয়াবহ ভাঙন থেকে লালমোহন-তজুমদ্দিনবাসীকে রক্ষার জন্য প্রকল্প গ্রহণের মাধ্যমে নদী পাড়ের মানুষের জীবনমান উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ এ প্রকল্প বাস্তবায়ন হলে নদী পাড়ের মানুষের ভাঙনের শঙ্কা থাকবে না।
পরে নদী ভাঙনরোধে একনকে একহাজার ৯৬ কোটি ৬০টাকার প্রকল্প পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসাইন জুলহাসসহ আরও অনেকে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.