তাহিরপুর প্রতিনিধি সুনামগঞ্জ:
তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের দিন মজুর রফিক মিয়ার মেয়ে তাহমিদা আক্তার দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে ।তাহমিদাকে তাহিরপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে সাময়িক সহযোগিতা মিষ্টি, ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
তাহমিদার পড়াশুনায় সহযোগিতার জন্য সব সময় উপজেলা পরিষদ তাঁর পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তাহিরপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব করুনা সিন্ধু চৌধুরী বাবুল।তিনি মেধাবী শিক্ষার্থী তাহমিদার পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান ।এবং বলেন মেধাবি তাহমিদা যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা তার স্বপ্নের সহযোগী, তাহমিদা একদিন তাহিরপুরের মুখ উজ্জ্বল করবে আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারপুরের কৃতি সন্তান ডাঃ ননী ভূষন তালুকদার, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আবেদীন, হিন্দুবৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের তাহিরপুর শাখার সভাপতি মিলন তাং, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার মিয়া তাং, বালিজুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাংবাদিক রাজন চন্দ,আবুল কাশেম,তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশরাফুজ্জামান ইমন,সহঃসভাপতি রোবেল,ও ছাত্রলীগ নেতা পুলক মিয়া সহ এলাকার সন্মানিত ব্যক্তিগন,
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.