ওসমান আল হুমাম কক্সবাজার জেলা প্রতিনিধি:
দেশের শীর্ষ আলেম,বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি ও আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম টাইটেল মাদরাসার মৌলভীবাজারের শায়খুল হাদিস আল্লামা আবদুল বারী ধর্মপুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজউন। মুত্যুকালে মরহুমের বয়স হয়েছে ৮৬ বছর।
হযরতের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের কেন্দ্রীয় আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য, আল জামিয়াতুল ইসলামিয়া মেহেরিয়া মুঈনুল ইসলাম সরফভাটা রাঙ্গুনিয়া চট্টগ্রাম, বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মাওলানা আনাস মাদানী সাহেব দাঃ বাঃ।
আজ (০৭ এপ্রিল ২২ ইং) বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মাওলানা আনাস মাদানী বলেন, শায়খুল হাদিস আল্লামা আবদুল বারী ধর্মপুরী রহঃ দেশের ইসলামী রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন, কোরআন-সুন্নাহর বিরুদ্ধে ষড়যন্ত্র মুকাবেলায় তাঁর ভূমিকা প্রশংসনীয় ছিল।
আজ বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে মৌলভীবাজার শহরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আল্লামা আবদুল বারী ধর্মপুরীর মেজো ছেলে ও আল জামিয়াতুল ইসলামিয়া দারুল ঊলূম টাইটেল মাদরাসার সিনিয়র উসতাদ মাওলানা সাইফুর রহমান ফয়সল।
বিশেষ করে তিনি সকল কাজে দারুল উলুম দেওবন্দের উসুলকে প্রধান্য দিতেন। আমার বাবা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহঃ এর আস্থাবান ব্যক্তি ছিলেন, শাইখুল ইসলাম রাহঃ'কে খুব শ্রদ্ধা ও ভক্তি করতেন।
মাওলানা আনাস মাদানী আরো বলেন,
শায়খুল হাদিস আল্লামা আবদুল বারী ধর্মপুরী রহ. তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে ইস্যুভিত্তিক আন্দোলন গড়ে তুলতেন। তিনি দরস ও তাদরীসের আমৃত্যু জড়িত ছিলেন। তিনি বহু মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠাসহ দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহঃ এর নেতৃত্বে দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালনের সময় যেকোনো ঈমানী আন্দোলনে প্রথম সারিতে ছিলেন।
তিনি আরো বলেন, এলমে দ্বীনের প্রচার-প্রসারে হযরতের ভূমিকা কওমি অঙ্গনে স্বরণীয় হয়ে থাকবে। তাঁর বর্ণাঢ্য জীবনের প্রতিটি ধাপ আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এদেশের ইসলাম ও মানুষের জন্য তার কুরবানী ভবিষ্যতে স্বর্নাক্ষরে লেখে রাখা হবে। দেশের এই অন্যতম শীর্ষ আলেমেদ্বীনের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। সাথে সাথে হযরতের মাগফিরাত কামনা করছি।
দেশজুড়ে শায়খুল হাদিস আল্লামা আবদুল বারী ধর্মপুরী রহঃ এর রুহানি সন্তান, শোকসন্তপ্ত পরিবার,সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ হযরতের কবরকে জান্নাতের বাগান করে দিন। (আমিন)
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.