সংবাদদাতা (নাটোর) মো: বিপ্লব তালুকদার
নাটোরের নলডাঙ্গা উপজেলায় আউশ প্রণোদনা কর্মসুচীর আওতায় ২০০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সারসহ কৃষি উপকরন বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব কৃষি উপকরন বিতরন করেন উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, কৃষি সম্প্রসারন অফিসার কিশোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦
আব্দুস শুকুর, সাধারন সম্পাদক মুসফিকুর রহমান মুকু নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কিশোয়ার হোসেন জানান, আউশ চাষাবাদ সম্প্রসারনের লক্ষ্যে চলতি ২০২১-২২ অর্থ বছরের আউশ প্রণোদনা কর্মসুচীর আওতায় এই উপজেলার ২০০ জন কৃষককে ৫ কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি কওে এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এসব উপকরন প্রাপ্তির পর কৃষকরা যথাযথ ব্যবহার করে চাষাবাদ করলে একদিকে আউশ ধানের চাষাবাদ বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষকরা খাদ্য চাহিদা মেটানোসহ অর্থনৈতিক ভাবে লাভবান হবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.