মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলার ধুনট থানার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছে এএসআই মোঃ আব্দুল আজিজ, তিনি মার্চ/ ২২ মাসের কর্ম মূল্যায়ন করে তাকে বগুড়া জেলার ধুনট থানার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ই এপ্রিল) সকাল ১০টার সময় বগুড়া জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননায় পুরষ্কৃত করা হয়।
জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম) মহোদয় তাকে উক্ত সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন। এ সময় জেলার সিনিয়র পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।
বতর্মান বগুড়া জেলার ধুনট থানার শ্রেষ্ঠ এএসআই মোঃ আব্দুল আজিজ বলেন, পুরষ্কার আমাদের কাজের গতি বাড়িয়ে দেয়। আগামীতে আরো ভাল কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ধুনট থানার এএসআই মোঃ আব্দুল আজিজ বগুড়া জেলার মার্চ/ ২০২২ মাসে শ্রেষ্ঠ এএসআই সম্মাননা পেয়েছে। আমি তার জন্য শুভ কামনা করি সব সময়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.