মিজানুর রহমান (লাভলু) কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের ঐতিহ্যবাহী কানাইঘাট ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজ গর্ভনিং বর্ডির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী।
মাধ্যমি ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন গত ৬ এপ্রিল এক পত্রের মাধ্যমে ইমাম উদ্দিন চৌধুরীকে গর্ভনিং বর্ডির সভাপতি মনোনীত করে ঐতিহ্যবাহী ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজের নতুন গর্ভনিং বর্ডির অনুমোদন দেন।
গর্ভনিং বর্ডির অন্যান্য সদস্যরা হলেন নজরুল ইসলাম, আবু তাহের, সাধারন শিক্ষক সদস্য, খালেদা খাতুন, সংরক্ষিত সাধারন শিক্ষক সদস্য, জয়নাল আবেদীন চৌধুরী, ফখর উদ্দিন, আব্দুল জলিল চৌধুরী, রফিক আহমদ, অভিভাবক সদস্য, স্বসতি রানীনাথ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, ফয়জুল ইসলাম বাবুল দাতা সদস্য এবং স্কুলের অধ্যক্ষথকে সদস্য সচিব করা হয়েছে।
এদিকে সিলেট জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ইমাম উদ্দিন চৌধুরীকে ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজের গর্ভনিং বর্ডির সভাপতি মনোনীত হওয়ায় স্কুলের শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ ও সুধিজন তাকে ফুলেল সুভেচ্ছা জানিয়ে বলেছেন তার সুযোগ্য নেতৃত্বে ও গর্ভনিং বর্ডির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরো তরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.