দর্শনা(চুয়াডাঙ্গা)প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসায় ১০ বছরের শিশু ছাত্রীকে বলাৎকারের অভিযোগ উঠেছে দর্শনার সমালোচিত শিক্ষক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে। ১২ দিন আগের এই কলঙ্কিত ঘটনা ঘটিয়েছে কথিত এই শিক্ষক।
পরিবার সূত্রে জানা যায়, দীন শিক্ষার জন্য আমার মেয়েকে দর্শনা পৌর শহরের দক্ষিণ চাঁদপুর অবস্থিত মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসায় ভর্তি করা হয়।বর্তমানে জামেলা খাতুন তৃতীয় শ্রেণীর অধ্যায়নরত ছাত্রী।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরশহরে দক্ষিণ চাঁদপুর তেঁতুল তলা নামক স্থানের মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসায় গত ১২ দিন আগে রাতে এ ঘটনা ঘটে। একদিন আগে এক শিক্ষার্থী ছুটিতে গিয়ে আমার পরিবারকে সব জানায়।
পরে মেয়েটির পরিবার বিষয়টি যানতে পেরে মেয়ের সাথে মাদ্রাসায় দেখা করতে গেলে তাদের কাছে সব খুলে বলে।
একথা শুনার পরে স্থানীয় লোকজন মাদ্রাসা শিক্ষক গোলাম কিবরিয়াকে (৫৫) উত্তম মাধ্যম দিয়ে পুলিশ খবর দেন।
জানাগেছে, দর্শনা পৌর এলাকার হল্ট স্টেশন তেতুল তলায় ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় মাসুমা জান্নাত মহিলা মাদরাসা এতিম খানা ও বিল্লাহ বেডিং। এর পরিচালকের দায়িত্ব পালন করছেন বিতর্কীত এবং আলোচিত মুফতি গোলাম কিবরিয়া, স্ত্রী, জামাতা ও মেয়ে।
অভিযোগে জানাযায়, ওই মাদরাসার তৃতীয় শ্রেণীর একছাত্রীকে সপ্তাহ খানিক আগে ধর্ষণ করেন পরিচালক গোলাম কিবরিয়া। ঘটনা জানাজানি হলে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এলাকাবাসি পরিচালককে তাড়িয়ে ধরে আটক করেন। পরে দর্শনা থানা পুলিশের হাতে তুলে দেন।
দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,এইচ,এম লুৎফুল কবীর বলেন, সকালে ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা মৌখিকভাবে অভিযোগ করে। এরপরই আমরা অভিযান চালিয়ে মাদরাসার পরিচালক মুফতি গোলাম কিবরিয়াকে (৫৫) আটক করেছি। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী অফিসার এসআই আহম্মেদ বিশ্বাস বলেন, মেয়ের পিতা বাদি হয়ে থানায় মামলা (মামলা নং-৬, তারিখ (০৭/০৪/২২) দায়ের করেছেন। নিপীড়িত শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা এবং বিজ্ঞ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিটের বিচারক ধর্ষণের শিকার ছাত্রীর জবানবন্দি রেকর্ড করানো হয়েছে। সেই সাথে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এদিকে মাদ্রাসার সকল শিক্ষার্থী ও শিক্ষক এবং শিক্ষিকা মাদ্রাসা ত্যাগ করেছে। সন্ধায় বিক্ষিপ্ত জনতা মাদ্রাসার সাইনবোর্ড ভাংচুর করেছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর জানান, আমাদের সকল কার্যক্রম সম্পন্ন করে আসামীকে আদালতে সোপর্দ করেছি। উল্লেখ, মুফতি গোলাম কিবরিয়া কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড় গ্রামের মৃত নজির হোসেনের ছেলে। দর্শনা রেলবাজার জামে মসজিদের ঈমাম থাকা অবস্থায় তিনি নানা বিতর্কের জন্ম দেন। যার কারণে ২০১৬ সালে চাকারী চ্যুত হয়ে মাদরাসা খুলে লেবাসের আড়ালে ধর্ম ব্যবসা শুরু করেন।
এছাড়া তিনি দর্শনা থানা ওলামা লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে সুত্রে জানাগেছে।
এ মাসরাসায় ৪ নভেম্বর ২০২০ সালে কুন্দিপুর গ্রামের দুলালের মেয়ে আফসানা খাতুন দোলা (০৯) মৃত্যু বরণ করে। যার প্রকৃত ঘটনা আজও রহস্যবৃত্ত। ঘটনার পর থেকে অভিযুক্ত গোলাম কিবরিয়ার দৃষ্টন্ত মূলোক শাস্তির দাবি ও মাদরাসার সকল কার্যক্রম বন্ধর দাবি জানিয়েছে এলাকাবাসি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.