তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় একমাত্র বোর ফসল রক্ষায় অক্লান্ত পরিশ্রম করছেন শ্রীপুর দঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলী আহমেদ মুরাদ। ফসল রক্ষা বাঁধে ফাটল ও ধসে পড়ার সংবাদ শুনলেই একমাত্র বোর ফসল রক্ষায় সেখানে ছুটেযাচ্ছেন। গ্রাম থেকে কৃষকদের দলবদ্ধ ভাবে বাঁধে নিয়ে আসছেন।তাদেকে উৎসাহিত করছেন।
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নদ-নদীতে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় একমাত্র সোনালী ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। উপজেলার টাঙ্গুয়ার হাওর সহ ছোট-ছোট কয়েকটি হাওরে বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে হাওরের ফসল।সম্প্রতি উপজেলার মাটিয়ান হাওরের আনন্দনগর গ্রাম সংলগ্ন ফসল রক্ষা বাঁধ ও টাঙ্গুয়ার হাওর সংলগ্ন বাঘমারা ফসল রক্ষা বাঁধ ও গুরমার হাওর,গল গইল্লা, মহালিয়া, পাটাবুকা ফানার হাওর বাধে দেখা দিয়েছিল ফাটল, বাঁধ রক্ষায় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন,ফসল রক্ষা বাঁধের খারাপ খবর আসলেই মসজিদে মসজিদে মাইকিং করা হচ্ছে।মাইকে খারাপ খবর শুনলেই একমাত্র বোর ফসল রক্ষায় কৃষকেরা দলবদ্ধ হয়ে রাতের আঁধারেই বাঁধ রক্ষায় ঝাঁপিয়ে পড়ছে।
রাতের বেলা মাইকের আওয়াজ শুনলেই দিশেহারা হয়ে পড়ছেন কৃষকেরা। হাওরের আধা-কাঁচা ধান নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তাদের। চলমান পরিস্থিতিতে নির্ঘুমে রাত কাটাচ্ছেন হাওর পাড়ের মানুষ। মাইকে বাঁধ রক্ষার আহবান আসলেই যে যার মতো উরা-কোদাল নিয়ে ছুটছে বাঁধ রক্ষায়।এ যেন এক প্রকৃতির সাথে কঠিন যুদ্ধ।
স্থানীয় পাটাবুকা গ্রামের জাহাঙ্গীর আলম বলেন এখন মসজিদে মাইকের আওয়াজ শুনলেই ভিতরটা কাইপ্পা উঠে,না জানি কোন বাঁধের খারাপ সংবাদ, তাই আমরা এখন নির্ঘুমেই রাত কাটাতে হচ্ছে। যদি এবার ফসল ডুবে যায় পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির রাত বিরাতে বাধের খারাপ খবর শুনলেই স্তানিয় চেয়ারম্যান কে নিয়ে ছুটে যাচ্ছেন, কৃষকদেরকে সাহস যোগাচ্ছেন,
শ্রীপুর দঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ বলেন, আমরা যেখানেই বাধের খারাপ খবর পাচ্ছি সেখানেই ছুটে যাচ্ছি, কৃষক ভাইদের ধৈর্যের সাথে মোকাবেলা করে বাধ রক্ষার জন্য উদ্বোধ্য করছি,গত তিনদিন থেকে আজকে নদীর পানি কিছুটা কমেছে, কৃষকরা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেছে,কৃষকদের দিনরাতের পরিশ্রম বৃথা যেতে পারেনা,আগামী একটি বছরের স্বপ্ন নিয়ে কৃষকেরা সোনার ফসল ফলায় আজকে আমরা বিভিন্ন ঝুকিপূর্ণ বাধঁ পরিদর্শন করেছি,আনন্দ নগরের বাধঁ,নান্টুখালি, লালুর গোয়ালা গোরমার বাধঁ,ফানার হাওর,গল গইল্লা, মহালিয়া বড়দপ সহ আরো কিছু হাওর আল্লাহ আমাদের সহায় হউন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির বলেন উপজেলার কয়েকটি ফসল রক্ষা বাঁধ ফাটল ও ধসে পড়লেও স্থানীয় লোকজনসহ আমরা সেইসকল বাধঁ ঝুঁকিমুক্ত করতে পেরেছি, আল্লাহর রহমতে এখন সবকটি বাঁধ ঝুঁকিমুক্ত আছে।নদীর পানি কমতে শুরু করছে আশা করছি কৃষকরা তার সোনার ফসল ঘরে তুলতে পারবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.