মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ইয়াবা বিক্রিকালে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে আড়াইশ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার (০৯এপ্রিল) বিকেলে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর জেলার সদর উপজেলার লক্ষীপুর গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে রাজিব ব্যাপারি (২৭), বগুড়া সদর উপজেলার নওদাপাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে সজিবুর রহমান (২৬) ও একই এলাকার গোলাম হোসেনের ছেলে রুবেল মিয়া (২৮)।
শেরপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মাদক কারবারি দলের সক্রিয় সদস্য। তারা মরণনেশা ইয়াবার একটি বড় চালান এনে শুক্রবার (০৮এপ্রিল) রাত আটটার দিকে শেরপুর শহরের ধুনটমোড় এলাকায় কেনাবেচা করছিল।
বিষয়টি গোপনে জানতে পেরে তিনি সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। একপর্যায়ে ইয়াবা বিক্রিকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে তাদের শরীর তল্লাশী করে ২৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বগুড়ায় পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.