মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থায়নে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ ১ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৯-এপ্রিল) উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের পাগলপাড়া রাস্তার মহুবরের বাড়ির মোড় হতে শুরু করে দোহলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তায় এইচবিবি করণ কাজের ফলক উন্মোচন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এ কাজের উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন , নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার৷
স্বাগত বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন, এই ১ কিলোমিটার এইচবিবি রাস্তার কাজের ৬০ লক্ষ ৬৯ হাজার ৫ শত ৫০ টাকা ব্যায় ধরা হয়েছে। উন্নয়নমূলক কাজটি সম্পন্ন করতে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, খগাখড়িবাড়ী ইউপি
চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, খগাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি হামিদুর ইসলাম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.