তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি।
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চা বিক্রেতা বাবার দরিদ্র ঘরের সন্তানটি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। উপজেলার বাদাঘাট ইউনিয়নের মৃত রমেন্দ্র চন্দ্র তালুকদার ও মিনা রানী তালুকদারের মেয়ে আখি রানী তালুকদার, সদ্য প্রকাশিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
এ নিয়ে আখিরানী তালুকদারের পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। আশপাশের লোকজন আখি কে দেখতে আসছে এবং দোয়া করছে। তবে মেডিকেলে ভর্তির খরচ এবং পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় কাটছেনা আখির পরিবার।
আখির বাবা স্থানীয় বাদাঘাট বাজারে চা বিক্রি করে সংসার চালাতেন, কিছুদিন পুর্বে তার বাবা মারা যাওয়ার পর পরিবারটি হতাশ হয়ে পরে, কোন উপায় না ভেবে বড় বোনের বাসায় সিলেটে চলে যায়, সেখানে অনেক কষ্ট করে মানুষের বাসায় টিউশনি করে নিজে লেখাপড়া করেন এবং ভাইয়ের লেখাপড়া চালিয়ে যান,শত দরিদ্র আর কষ্ট তার অদম্য মেধাকে দাবিয়ে রাখতে পারেনি।তিনি বাদাঘাট সরকারী প্রাথমীক বিদ্যালয় হতে পি এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ -৫ সহ টেনেলপুল বৃত্তি লাভ করেন,তিনি বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় হতে জেএস সি পরীক্ষায় অংশ গ্রহন করে জিপি এ,- ৫ পেয়ে সাধারন বৃত্তি লাভ করেন, তিনি বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় হতে এস এস সি,পরীক্ষায় অংশগ্রহন করে ফের জিপি এ ৫ অর্জন করেন।এরপর সিলেট সরকারী কলেজ হতে এইচ এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ গ্রহন করেন। তারা দুই বোন এক ভাই।তিনি এবং তার পরিবার সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করছেন। তাহার সহযোগীতার জন্য প্রয়েজনে সঞ্চয়ী হিসাব নং ৫৯১১৩০১০২৮২৭৭ সোনালি ব্যাংক লিমিটেড তাহিরপুর শাখা সুনামগঞ্জ। তাহিরপুর উপজেলার জননন্দিত উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল আখি রানী তালুকদারের সফলতার খবর শুনেই তাকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি আখির মেডিকেলে চান্স পাওযার খবর শোনার পর থেকেই তার পরিবারের সাথে সার্বক্ষনীক যোগাযোগ রাখছেন, আখির পরিবারকে সার্বীক সহযোগীতার আশ্বাস দিয়েছেন, এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে তার লেখা পড়ার জন্য সার্বীক সহযোগিতা করবেন বলে আস্বস্ত করেন।তিনি মেধাবী শিক্ষার্থী আখি রানী তালুকদারের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান, এবং বলেন মেধাবী আখি যে স্বপ্ন নিযে এগিয়ে যাচ্ছে আমরা তার স্বপ্নের সহযোগী,আখি একদিন তাহিরপুরের মুখ উজ্জ্বল করবে।
আখির পুর্বেও তাহিরপুর উপজেলায় বিভিন্ন সময় মেডিকেলে চান্স পাওয়া মেধাবী ছাত্রদেরকে উপজেলা পরিষদের পক্ষথেকে সহযোগীতা করে আসছেন চেযারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। তিনি আখি রানি তালুকদারকে তাহিরপুর উপজেলা পরিষদে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এবং সাময়িক সহযোগিতা করেন।এসময় উপস্থিত ছিলেন ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু সরকার,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আহসানুজ্জামান শোভন, যুবলীগ নেতা আবুল কাশেম, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আছরাফুজ্জামান ইমন,সহ-সভাপতি রোবেল,ছাত্রলীগ নেতা পলক হাসান প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।