নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদক মামলায় এক নারীর চার বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ সাজা প্রদান করেন। পলাতক আসামি সকিনা খাতুন অভয়নগর উপজেলার বুনোরামনগর গ্রামের আজিবর সরদার ওরফে কাশেমের স্ত্রী।
একই মামলায় সকিনার স্বামী কাশেমকে খালাস ও উপজেলার শংকরপাশা গ্রামের আমির আলী গাজীর ছেলে আবুল কালামকে এক বছরের সাজা প্রদান করে প্রবেশনে মুক্তি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি ভীম সেন দাস।
আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১৮ এপ্রিল পুলিশ জানতে পারে বুনোরামনগর গ্রামের আজিবর সরদারের বাড়িতে ফেনসিডিল রয়েছে। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে কাশেমের স্ত্রীকে আটক করে। তার ঘর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আবুল কালামের বাড়ির পাশ থেকে আরও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
ওইসময় কালামকেও আটক করা হয়। পালিয়ে যায় কাশেম। এ ঘটনায় অভয়নগর থানায় এসআই আশরাফুজ্জামান বাদী হয়ে মামলা করেন। বুধবার এ মামলার রায় ঘোষণা করে আদালত। এসময় সকিনা বেগম অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অপর দু’জনের মধ্যে একজনকে খালাস ও আরেকজনকে প্রবেশনে মুক্তি দিয়েছেন বিচারক।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।