মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা:
সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যাক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের নদীর তীর থেকে মরাদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে কুমিরা গ্রামে কপোতাক্ষ নদীর পাড়ে গরুর ঘাস আনতে গিয়ে কিছু লোক অর্ধগলিত মরাদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায় । পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ওসি তদন্ত বাবলুর রহমান খান জানান, মরাদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-৫। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।