মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে একুশে টেলিভিশন ২৩ বছরে পদার্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু সভাপতিত্বে বক্তব্য রাখেন, গম্ভীরা গানের সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, গম্ভীরা শিল্পী ফাইজুর রহমান মানি ও ফিরোজ আহমেদ হিরক, হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজমল হোসেন মামুন, জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য প্রভাষক আখতারুজ্জামান মন্টু, প্রতিবন্ধী সংগঠন ডিপিওডি’র সভাপতি শফিকুল ইসলাম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন একুশে টিভির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়।
আলোচনা সভায় বক্তরা বলেন, একুশে টিভি দেশে সাংবাদিকতার পথ প্রদর্শক, গণমাধ্যমে সৃষ্টি করে নতুনধারা। তারা জনপ্রিয় স্যাটেলাইট টিভি একুশে টেলিভিশনের উত্তর উত্তর মঙ্গল ও সম্মৃদ্ধি কামনা করেন।
এর আগে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি র্যালী
চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।