মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে উলীপুর-ঝাজর আঞ্চলিক সড়কের চেংগারী খালের ওপর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩এপ্রিল) বিকেলে স্থানীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি ফলক উন্মোচনের মাধ্যমে এই ব্রীজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অত্র খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমিন মহসিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ লিয়াকত হোসেন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা আহসান হাবীব আম্বিায়া, উপজেলা আ’লীগ নেতা বদরুল ইসলাম পোদ্দার ববি, আবু তালেব আকন্দ, পিএস কোরবান আলী মিলন, আশরাফুল আলম আইয়ুব খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৯ কোটি টাকা ব্যায়ে এই ব্রীজটি নির্মিত হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।