মাসুম বিল্লাহ ,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ইসলামী ব্যাংক হাইওয়ে শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমযান” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। গত ১৩ এপ্রিল বুধবার শেরপুর উপজেলার বাসট্যান্ডস্থ ইসলামী ব্যাংক হাওয়ে শাখা কার্যালয়ে এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হাইওয়ে শাখা প্রধান তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জোন প্রধান ও সিনিয়ির ভাইস প্রেসিডেন্ট রেজাউল ইসলাম। অনুষ্ঠাণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সনাতন চন্দ্র কর্মকার, এস আই মোঃআব্দুস সালাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা দবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শিরু, আলহাজ্ব শফিকুল আলম তোতা, মাহবুবুল আলম হিরু, এ্যাডভোকেট হালিম, মাওলানা আব্দুল লতিফ, আনোয়ার হোসেন, আব্দুস সামাদসহ গ্রাহকবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।