মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ
বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহনে বর্ষবরণ উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে এসো ‘হে বৈশাখ, এসো হে’ গানে মুখরিত হয়ে বাংলার নববর্ষকে বরণ করে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা লালমোহন উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান মধ্যে দিয়ে নববর্ষকে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মহনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।