মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে এক কালিন অনুদান প্রদান করা হয়েছে। গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সভাপতি হাসমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলজার হোসেন এর সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র ও অত্র সংগঠনের আজীবন উপদেষ্ঠা আলহাজ¦ জানে আলম খোকা।
এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের আইন বিষয়ক উপদেষ্ঠা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপদেষ্ঠা ও কুসুম্বী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ শাহ আলম পান্না, সাবেক ছাত্র নেতা ও মেয়রের পিএস জসিম উদ্দিন মন্ডল, নের্তৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি আব্দুল হাকিম, জাকির হোসেন, ফারুম মন্ডল স্বপন, সাধারণ সম্পদাক, সহ সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কোব্বাত হোসেন, ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মজনু সরকার, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পদাক ফজর আলী, ধর্মীয় সম্পাদক সামছুল হুদা, সমাজ কল্যাণ সম্পাদক আয়নাল হক, ক্রীড়া সম্পদাক সানাউল্লাহ, কার্যনিবাহী সদস্য আয়নাল হক, ফেরদৌস জামান মুকুল, খোকন ইসলাম, রাশেদ হোসেন প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য আমজাদ হোসেন, লুৎফর রহমান, ইউসুফ ও কোরবান হোসনে সহ প্রত্যেক পরিবারের মাঝে ১৫ হাজার টাকা করে এক কালীন অনুদানের চেক হস্তান্তার করেন অতিথিবৃন্দ
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।