এস এম ফারুক আহমেদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের সখীপুরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে বিথি নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শোলাপ্রতিমা গ্রামের বাবার (তোলা মিয়ার) বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানাযায়, প্রায় দশ বছর আগে শোলাপ্রতিমা গ্রামের তোলা মিয়ার মেয়ে বিথি আক্তারের সঙ্গে কৈয়ামধু গ্রামের প্রবাসী আশরাফুল ইসলামের বিয়ে হয়। তাদের ঘরে ৮বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
আরও জানাযায়, ভোরে প্রবাসী স্বামী আশরাফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটির জের ধরে অভিমান করে মা,বাবার অজান্তে গলায় ফাঁস দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, ফাঁসের লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।