রুহুল আমিন পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বহিঃস্থ বরিশাল ক্যাম্পাসে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রংধনুর নবীন বরন,দোয়া ও ইফতার মাফিল অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড.মো:আহসানুর রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রভোস্ট ড.মোহাম্মদ লালমদ্দিন মোল্লা , সহকারী প্রক্টর ডা.মো: মোস্তাফিজুর রহমান, ফিজিওলজি এবং ফার্মাকোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড.আলী আসগর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ
নবীনদের উদ্দেশ্য প্রফেসর ড.মো: আহসানুর রেজা বলেন, তোমরা নবীনরা যারা রংধনুর সাথে সম্পৃক্ত হয়েছো তাদের প্রত্যেককে অভিনন্দন।
তোমরা যারা এখানে ভর্তি হয়েছো প্রত্যেককে একটা স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছো।
আমি আশা রাখি তোমরা তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে রংধনুর একটা দারুণ প্লাটফর্ম হবে।
আরও বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি,সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং নবীন শিক্ষার্থী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রংধনুর সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল্লাহ এবং সভাপতিত্ব করেন রংধনুর সভাপতি মো:জুবায়ের আহমেদ।
এসময় ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের মাধ্যমে বরন করে নেয় এবং দোয়া ও ইফতার মাফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।